নেত্রকোনার মদনে শীতার্তদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা
গত কাল সকাল থেকে ছিল ঘন কুয়াশার দাপট,সাড়া দিন দেখা মিলেনি সূর্যের। এদিকে হিমেল হাওয়া আর কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় শীতে কাঁপছে সারাদেশ।বাদ যায়নি নেত্রকোনা মদন উপজেলার গরীব- দুঃখী মানুষও।আর এমন শীতের রাতে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।
এ সময় নিজ হাতে ছিন্নমূল, অতিদরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিযেছেন তিনি। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) মাঘান ইউনিয়নে বিভিন্ন এলাকায় ও গত বুধবার রাতে মদন পৌর সভার বিভিন্ন পয়েন্ট ঘুরে প্রায় ২ শতাধিক শীতবস্ত্র ( কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেন ইউএনও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বলেন,গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ঠ না পায, সে জন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন