নেত্রকোনার মদনে সরকারি হালট দখলে পাঁয়তারা অভিযোগ

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বারঘরিয়া গ্রামের পশ্চিম হাটি মৃত হাবিবুর রহমান ছেলে আবুল খায়ের সরকারি হালট দখলের নেয়ার পাঁয়তারা করছে বলে এক লিখিত অভিযোগ উঠেছে।

শনিবার (২০ এপ্রিল) সরজমিন গেলে জানা যায়, সি এস ও এস এ নকশা অনুযায়ী সরকারি হালট রয়েছে যা বিগত ৭০-৮০ বছর যাবৎ এ পাড়ার ৫০টি পরিবার রাস্তাটি দিয়ে চলাচল করে আসছে। বর্তমানে বি আর এস রেকর্ডে হালটি না থাকায়, মালিকানায় রেকর্ড হওয়ায় আবুল খায়ের রাস্তাটি বন্ধ করে দেয়। এতে করে এই পাড়ার সাধারণ জনগণ স্কুল কলেজের ছাত্র – ছাত্রী ও কৃষক পরিবার গুলো ধান,খড় গরু ছাগল নিয়ে হাওরে যাতায়াত করতে ভুগান্তি হচ্ছে।

শহীদ আকন্দ জানান, আমরা বাপ দাদারা এ রাস্তা দিয়ে হাওর থেকে গরু ও মহিষের গাড়ি দিয়ে ধান বন আনত,যা হঠাৎ করে আবুল খায়ের হালটি দখল করে ধান শুখানোর খলা করে নেয়।

আবুল খায়ের নিকট হালটি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারি হালটি জায়গা রেখে ধান শুখানোর জন্য খলা করেছি, কিন্তু পাড়ার সাধারণ মানুষ তা মানছেন না। হালটের দুই পাশ্বে জমির মালিক আমি ।
ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন নিকট জানতে চাইলে তিনি বলেন, যদি কেহ সরকারি হালট দখলে নেয়ার পাঁয়তারা করে তা প্রশাসনের সহযোগিতা নিয়ে দখল মুক্ত করা হবে।

সহকারী কমিশনার ভূমি এ টি এম আরিফ জানান,বিষয়টি সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।