নেত্রকোনার মদনে ৫ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
সরকার পতনের পর আওয়ামীলীগ সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জেলহাজতে ও আত্মগোপনে থাকায় নেত্রকোনার মদনে ৫টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনটি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান জেল হাজতে ও দুইটি ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে। ওই ইউনিয়নগুলো লোকজন সেবা বঞ্চিত হওয়ায় ২০ জানুয়ারী নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের স্বাক্ষরিত এক চিঠিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলা কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত উল্লাহ রয়েছে। বিভিন্ন মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে জেল হাজতে আছেন। তার ইউনিয়নে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদকে।
মদন সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ জেলহাজতে থাকায় তার ইউনিয়নে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিবকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে।
গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মাইদুল ইসলাম খান মামুন জেলহাজতে থাকায় তার ইউনিয়নে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানকে,মাঘান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম খান মাসুদ আত্মগোপনে থাকায় তার ইউনিয়নে সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং নায়েকপুর ইউনিয়ের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাদিস মিয়া জেল হাজতে থাকায় তার ইউনিয়নে জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী রোমমান আরাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন