নেত্রকোনার মদনের সাবেক ইউপি সদস্য(তৃনমূল বিএনপি) দলীয় এমপি প্রার্থী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে আলোচিত সাবেক ইউপি সদস্য মোঃ আল-মামুন। নেত্রকোণা-৪( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে তিনি এবার( তৃনমূল বিএনপি)দলীয় এমপি প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে মদন উপজেলার রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
জানা যায়, মদন উপজেলার মদন ইউনিয়নের পরশখিলা গ্রামের মোঃ ওয়াজেদ আলী ছেলে আল- মামুন মদন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
তিনি বিগত ২০২৩ সালে উপ- নির্বাচনে, নেত্রকোণ-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়ে ছিলেন। পরে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে নির্বাচন থেকে সরে যান।
(তৃণমূল বিএনপি) দলীয় প্রার্থী মোঃ আল- মামুন এ প্রতিনিধিকে জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা -৪ থেকে আমাকে দলীয় (তৃনমুল বিএনপি)মনোনয়ন দেওয়ায় মনোনয়ন বোর্ডের সকল সদস্যসহ নির্বাচনীএলাকার সকল স্তরের দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সোনালি আঁশ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে এলাকার উন্নয়ন করার জন্য তিনি সকালে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন