নোবিপ্রবিতে সাসটেইনেবল একোয়া-কালচার এন্ড ফিশারিজ সিম্পোজিয়াম অনুষ্ঠিত
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ আয়োজনে “সাসটেইনেবল একোয়া-কালচার এন্ড ফিশারিজ (Sustainable Aquaculture & Fisheries)” শিরোনামে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ আগস্ট) রোববার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় আয়োজন প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও নীতি নির্ধারক ড. মাহমুদুল করিম। সিম্পোজিয়ামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। প্রধান অতিথি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ তার বক্তব্যে বলেন, আমাদের দেশও বিশ্বের সাথে তাল মিলিয়ে সমুদ্র-সম্পদ গবেষণায় এগিয়ে যাচ্ছে।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং সকলকে তার আদর্শে গড়ে উঠতে বলেন। তিনি আরো বলেন, এ দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন অনেকেই কিন্তু বঙ্গবন্ধুর হাতে তা অর্জন হয়। আর এ স্বাধীনতাকে ধরে রাখতে, তিনি সবাইকে সৎ ও নিষ্ঠার সাথে চলতে বলেন। বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, সমুদ্র গবেষণার জন্য নোবিপ্রবি সর্বশ্রেষ্ঠ। এখানে রয়েছে একই সাথে কালো ও লবণাক্ত পানি। যা এ বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানকে অন্য বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠ করে তুলেছে। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল, কি-নোট পেপার প্রেজেন্টেশন, গবেষণামূলক পোস্টার পর্যবেক্ষন, প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন। এতে অংশগ্রহণ করে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সকল শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও নীতি নির্ধারক ড. মাহমুদুল করিমকে তার মৎস্য শিক্ষা গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সন্মাননা পদক প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন