নোয়াখালীর চাটখিলে একটিভ ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন
নোয়াখালীর চাটখিলে একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেছেন চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গ্রামীন নারীদের কর্মমুখী করার লক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগ এ সেলাই প্রশিক্ষণের আয়োজন করে। সেলাই প্রশিক্ষণ কর্মসূচীর অর্থায়ণ ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবে একটিভ ফাউন্ডেশন।
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের প্রশিক্ষিত হতে হবে। পুরুষের পাশাপাশি নারীরা কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন তিনি। জাহাঙ্গীর কবির বলেন, ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছি সেখানে সকলের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজন রয়েছে। প্রতিটি মানুষকে কর্মমূখী হওয়ার বিকল্প নেই বলে জাহাঙ্গীর কবির মন্তব্য করেন।
(৫ জুন) সেমবার দুপুরে চাটখিল একটিভ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীমা আক্তার মেরী, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু প্রমুখ নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন