নোয়াখালী সূবর্ণচরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সূবর্নচর উপজেলার চরজুবলি ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা ডাকাতদের একটি পিকআপভ্যানে আগুন দেয়। ভোর রাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জাকির হোসেন (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। সে চর আমানউল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহতরা হলো হেলাল উদ্দিন (২২) ও জাহাঙ্গীর আলম (৩০)। তারা দুই জনই চরজুিবলী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে একটি পিকআপভ্যান নিয়ে ৬ যুবক উত্তর কচ্চপিয়া গ্রামে প্রবেশ করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ডাকাত সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। অপর দুইজন গুরুতর আহত হয়। এসময় তাদের ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। স্থানীয়রা আরো জানায়, কোরবানির ঈদ আসন্ন হওয়াওয় গত কয়েকদিন ধরে সূবর্ণচর ও আশেপাশের এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে স্থানীয়রা রাত জেগে পাহারা বসায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়েছে। নিহত ৪ জনের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতদের নামপরিচয় সনাক্ত করা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন