নৌকায় ভোট দেয়ার আহ্বান ক্রিকেটার মিরাজের
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সাড়া ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রার্থী না হলেও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। এবার সেই তালিকায় নাম লিখলেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মিরাজ। রোববার দুটি পথসভায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন মিরাজ। এ সময় তিনি প্রার্থীর সঙ্গে সেলফিতে ‘বিজয়’ চিহ্ন দেখিয়ে ভোটারদের উৎসায়িত করেন।
জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার মিরাজের পথসভায় নামে তরুণদের ঢল। বাংলাদেশ দলের এই অলরাউন্ডারকে কাছে পেয়ে স্থানীয় ভোটার ও তরুণরা ভিড় জমায় পথসভায়।
পরে ক্লিন ইমেজ হিসেবে পরিচিত শাহরিয়ার আলমকে আবারও বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ৩০ ডিসেম্বর নৌকা মার্কা প্রতীকে ভোট বিপ্লব ঘটাতে ভোটারদের প্রতি আহ্বান জানান মিরাজ। আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে বিজয়ী করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হকসহ বিভিন্ন নেতাকর্মী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন