নড়াইলে কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট শিশু

নড়াইলে কুকুরের তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় এসএম সুলতান সেতু বাইপাস সড়কে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু তামান্না মাছিমদিয়া এলাকার ইমদাদুল ইসলামের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তামান্না তার মায়ের সঙ্গে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় তার দাদাবাড়ি থেকে একটু দূরে নিজেদের বাড়ি ফিরছিল। পথিমধ্যে আর্ট কলেজের নিকটে কুকুরের ধাওয়া খেয়ে তামান্না ভয়ে দৌড় দিলে নড়াইল থেকে ফুলতলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তামান্নার পরিবার জানায়, স্থানীয়রা সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তামান্না।

স্থানীয়দের অভিযোগ, মাছিমদিয়া আর্ট কলেজ এলাকায় কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় কয়েক দিনের মধ্যে এ এলাকায় চারটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানিসহ কয়েকজনকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে তামান্নাকে চাপা দেয়া বাসটি আটক করেছে। তবে পলাতক রয়েছে এর চালক।