নড়াইলে পদোন্নতি প্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি
নড়াইলে পদোন্নতি প্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি প্রবীর কুমার রায়।
সোমবার ৯মে সোমবার সহকারী পরিদর্শক ও উপ-সহকারী পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়, আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। উপ-সহকারী পরিদর্শক থেকে সহকারী পরিদর্শক পদে কাজী আবদুল মান্নান, মোঃ রবিউল ইসলাম, মোঃ কাউয়ুম খান এবং কনস্টেবল হতে উপ-সহকারী পরিদর্শক পদে আব্দুর রাজ্জাক পদোন্নতি পেয়েছেন।
এ সময় মোঃ রিয়াজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন