নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/Narail-Buddijibi-Dibos-14.12.2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শহীদ বুদ্ধিজীবী দিবস নড়াইলে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বদ্ধভূমিতে জেলা প্রশাসনের আয়োজনে পুস্প স্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ,জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ,নড়াইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
এছাড়াও সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা জজ কোর্টের পার্শ্বে অবস্থিত বদ্ধভূমিতে পুস্প স্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্দ হাবিববুর রহমান, পুলিশ সুপার প্রবীর রায় পিপিএম (বার),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, জেলা মহিলা আওয়মীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, নড়াইল মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সররকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন