পঙ্গু মালিকের সেবায় পোষা কুকুরের অবাক কীর্তি!
মানুষের বয়স বাড়লে বন্ধুর সংখ্যা কমতে থাকে, সময় কাড়তে থাকে প্রিয়জনদের। একাকিত্বে বোধহয় সব থেকে কাছের বন্ধু হয় প্রিয় পোষ্য। আর পোষ্যটি যদি কুকুর হয়, তাহলে তো কথাই নেই। প্রভু ভক্তির চরম দৃষ্টান্ত দেখাতে তার থেকে ভালো আর কেই বা পারে। সত্যিই তো একেই বলে অন্ধের যষ্ঠি।
ঘটনাটি ফিলিপাইনের। বছর ৪৬-র ড্যানিলো বেশ মজার মানুষ। একবছর আগেও একবারে সুস্থ সবল ছিলেন তিনি। বাইক দু্র্ঘটনায় পা অকেজো হয়ে যেতেই ঘটে বিপত্তি। ঘরবন্দি হয়ে পড়েন ড্যানিলো।
এখন মালিক চলার শক্তি হারিয়েছেন, তাই বলে ভালোবাসা তো কমে যায়নি। প্রিয় পোষ্যই যেন মালিকের ভর দেয়ার কাঁধ হয়ে দাঁড়াল।
হুইল চেয়ারে বসে থাকা মালিককে মাথা দিয়ে ঠেলে নিয়ে চলল ডিগং। ড্যানিলো অ্যালার্কনের প্রিয় পোষ্য। এই নামেই তাকে ডেকে থাকেন ড্যানিলো। প্রতিদিনই মর্নিংওয়াক থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় কাজ বাড়ির বাইরে বেরোতে হলে ড্যানিলোর সঙ্গী ডিগং।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন