পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/ভোটার-হালনাগাদ-সমন্বয়-সভা-পিক-897x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে উপজেলা সমস্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাইলী হক প্রীতি, তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা ফেরদৌসী রহমান, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, আজিজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সাংবাদিক জাবেদুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, সাংবাদিক রনি মিয়াজী প্রমূখ।
উপজেলা নির্বাচন অফিসার শামীম হোসেন জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৫১জন তথ্য সংগ্রহকারী ও ১৩জন সুপারভাইজারের মাধ্যমে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করা হয় এবং উপজেলায় নিবন্ধন কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন