পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন’-এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শুরুতেই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভার.) ডা. শাকিল রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভার.) ডা. মো. শাকিল রহমান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহনে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারণা দেয়া।
সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















