পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমাম নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেলের তিন আরোহী।
বুধবার (২৬ মে) রাত ১১টার দিকে তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম ও হাওয়াজোত কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক।
আহতরা হলেন- তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আনিছুর রহমান শিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে গোয়ালগছ এলাকায় পৌঁছালে তেঁতুলিয়া থেকে তিন আরোহী নিয়ে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হন।
তাৎক্ষনিক স্থানীয়রা আহত তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওশাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম সড়ক দুঘটনায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন