পঞ্চগড়ে ভ্রাম্যমান আদালতে মাদকাসক্ত যুবককে কারাদন্ড
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক মাদকাসক্ত যুবককে ধারালো চাকু সহ আটক করেছে ভ্রাম্যমান আদালত।
পরে ভ্রাম্যমান আদালত ওই মাদকাসক্ত যুবককে তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন।
জানা গেছে, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইজার উদ্দীনের নির্দেশনায় শনিবার (১৫ মে ২০২১) দিবাগত রাতে এসআই শাহীন আল মামুন-এর নেতৃত্বে পুলিশের একটি রাত্রী কালীন টহল দল বের হয়। টহল চলাকালীন উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে গভীর রাতে এক যুবক ঘোরাফেরা করলে পুলিশের সন্দেহ হয়। পুলিশের সন্দেহ হলে বাজারের গরু হাটি সংলগ্ন এলাকা হতে রাত প্রায় পৌনে একটার দিকে যুবককে আটক করে দেহ তল্লাশী করে। তল্লাশীর এক পর্যায়ে যুবকের প্যান্টের পকেট হতে একটি ধারালো চাকু উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত যুবক উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মোঃ জয়নাল আবেদীনের পুত্র লিটন বাবু (২৫)। সে একজন মাদকাসক্ত শিকার করলে তাৎক্ষনিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ)/(২)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে তিন মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন