পঞ্চগড়ের আটোয়ারীতে ফেনসিডিল উদ্ধার
পঞ্চগড় জেলাধীন আটোয়ারী উপজেলার ২নং তোড়িয়া ইউপি’র বোদগাঁও গ্রামে ৩৫৬ বোতল ফেসসিডিল উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোধগাঁও বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে সীমান্তবর্তী দক্ষিণ ছেপড়াঝাড় নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪২ হাজার ৪৯০ টাকা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন