পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/বিড়ালীজোত-ব্রিজ-উদ্ধোধন-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কোম্পানীজোত আইবুল হাউজ-বিড়ালীজোত রহিম হাউজ সড়কে ২২ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৩ জুন ২০২২) রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জাতীয় সংসদ সদস্য পঞ্চগড়-১ আসনের এমপি আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ প্রমূখ।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, এই ব্রীজ নির্মাণে ব্যায় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন