পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি রাস্তার ধারের গাছ কর্তন, অত:পর জব্দ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে সরকারি কাচা রাস্তার পাঁচটি ইউক্যালিপটাস গাছ কর্তন করা হয়েছে। উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের শেখগছ গ্রামের সরকারি কাচা রাস্তার ইউক্যালিপটাস গাছ কর্তন করেন মৃত আব্দুল গণির ছেলে শিমুল হক।
শনিবার (২৬ জুন ২০২১) সকাল ১১টায় গাছ কর্তনের ঘটনাটি ঘটে।
ওই দিনই স্থানীয় বেলালের করাত কলে গাছ গুলো রেখে দেয় শিমুল।
গাছ কর্তনের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা সককারী কমিশনার (ভূমি) জানতে পেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গাছগুলো জব্দ করতে বলেন। অতঃপর পরের দিন (২৭ জুন) দুপুরে বেলালের মিল থেকে উক্ত গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন গ্রাম পুলিশ সেহের আলী ও নুর ইসলাম নুরু।
জানা যায়, শেখগছ গ্রামের সরকারি কাচা রাস্তার দুই ধারে ইউক্যালিপটাস লাগানো গাছগুলোর মধ্যে রাস্তার পশ্চিম পাশে ৫টি ইউক্যালিপটাস গাছ কেটে করাত কলে নিয়ে রাখেন শিমুল। সরকারি কাচা রাস্তার গাছগুলি কর্তন নিয়ে জানাজানি হলে স্থানীয়রা তেতুঁলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কে খবর দেয়, তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানালে চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে বেলালের করাত কল থেকে ৫টি ইউক্যালিপটাস গাছ জব্দ করে ভ্যান গাড়িতে পরিষদে নিয়ে আসার পর উপজেলা ভূমি অফিসে পাঠিয়ে দেয়।
এদিকে শিমূল হক গাছগুলো সরকারি কাচা রাস্তার স্বীকার করে বলেন, ‘তিনিই উক্ত গাছ কর্তন করেছে। সে গাছ গুলো তাদের নিজেদের রোপনকৃত গাছ বলে জানিয়েছেন। তাই তিনি গাছ গুলো কর্তন করেন।’
এ ব্যাপারে দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিনউল হক মহসিন জানান, ‘তেতুঁলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আমাকে জানালে আমি স্থানীয় গ্রাম পুলিশ সেহের আলিকে দিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ করে তেতুঁলিয়া ভুমি অফিসে পাঠিয়েছি। কে বা কারা গাছ গুলো কর্তন করেছে তা আমি জানতে পারিনি, তবে আমিরুল নামে একজনের কথা শুনা যাচ্ছে, সেটাও সত্য কিনা জানিনা।’
এ বিষয়ে মুঠোফোনে সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক জানান, ‘তিনি স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাছ কর্তনের বিষয়টি জানতে পারেন। গাছ কর্তনের বিষয়ে জানতে পেরে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে গাছ গুলো জব্দ করেছেন। কে বা কারা গাছ কর্তন করেছেন তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন