পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুসলমানদের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ ১০ দিন বন্ধ থাকবে চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর।
এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের ফুলবাড়ী এ·পোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফার অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রæপের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সোমবার সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বাংলাবান্ধা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর সোমবার থেকে আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে।
বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ফুলবাড়ী এ·পোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফার অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি গ্রুপের সঙ্গে সমন্বয় করে ১০ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি সচল করা হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন