পঞ্চাশোর্ধ শিক্ষক এখন জেডিসি পরীক্ষার্থী

সাতক্ষীরার পঞ্চাশোর্ধ জীবন মাস্টার এখন বয়স কম দেখিয়ে ৮ম শ্রেণির মাদরাসা শিক্ষার্থী। বর্তমানে তিনি জেডিসি পরীক্ষার্থী। তিনি কখনও পীর সাহেব, কখনও হাকিম, কখনও পাশের গ্যারান্টিসহ ইংরেজি প্রাইভেট পড়ান।

বিচিত্র চরিত্রের এ প্রতারক বর্তমানে আশাশুনি উপজেলার দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদরাসার জুনিয়র দাখিল পরীক্ষার (৮ম শ্রেণির) ছাত্র। তার রোল নং২৭২৭০০, রেজি : নং ১৭১৮৭৯৫৫৫৩, জন্ম তারিখ : ১৫-১০-২০০২।

আশাশুনির গুনাকরকাটি খায়রীয় আজিজীয়া কামিল মাদরাসা কেন্দ্রের জেডিসি পরীক্ষার্থী। নাম দিয়েছেন আবু আইয়ুব আনছারী। তাকে নিয়ে বিভিন্ন মহলে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

অনুসন্ধানে জানা গেছে, কিছু গোপন তথ্য। ৫০ ঊর্ধ্ব বয়সের আবু আইয়ুব আনছারী ওরফে ‘জীবন মাস্টার’ বহু শিক্ষকেরও শিক্ষক। সাতক্ষীরা শহরের সর্বত্র আলোচিত এ জীবন স্যার। তিনি একাধারে আল কুরআনের গবেষক, অভিজ্ঞ ইংলিশ শিক্ষক, পীরে কামেল, মুফতী, কারী, হোমিও-হারবাল চিকিৎসক এবং ধর্মীয় আলোচক আবার ইংরেজি প্রাইভেটও পড়ান।

কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে জীবন মাস্টার বহু দিন থেকে সাতক্ষীরা শহরে অবস্থান করে গড়ে তুলেছেন রমরমা কোচিং বাণিজ্য।

সমালোচিত এ জীবন মাস্টার জেডিসি পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করে জানান, ভারতের মুর্শিদাবাদ পীর সাহেব আলিম উদ্দীন (রহঃ) এর কথামতো কাদাকটি দাখিল মাদরাসায় ভর্তি হই। শিক্ষার শেষ নেই।

দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ রিয়াজুল ইসলাম জীবন মাস্টারের জেডিসি পরীক্ষা দেয়ার বিষয়টি স্বীকার করেন।

কেন্দ্র সচিব নৈকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ ইমদাদুল হক জানান, জেলা শিক্ষা অফিসার ও সহকারী জেলা শিক্ষা অফিসারকে জন্ম তারিখ এবং বয়সের পার্থক্যের বিষয়টি অবগত করা হয়েছে। ওনারা বলেছেন, কাগজপত্র ঠিক থাকলে তাকে পরীক্ষা দিতে দেয়া হোক।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ জানান, বিষয়টি আমার জানা নাই। তবে, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।