পটুয়াখালী পুরান বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান
পটুয়াখালী পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও পরিবারের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ মে) বেলা ১১টায়, টাউন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা এসময় নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৮ জন ব্যবসায়ী ও পরিবারদের মাঝে নগদ অর্থ, লুঙ্গি-থ্রীপিচ, রান্নার সামগ্রী এবং পানি ও জুস প্রদান প্রদান করা হয়।
এসময় আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা ক্ষতিগ্রস্থদের পাশে সকলকে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন