পটুয়াখালীতে জলবায়ূ পরিবর্তনের ফলে উপকূলে ধরা পড়ছে ২ কেজির ইলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় হাটে দুই কেজির ইলিশ দেখতে ভিড় জমিয়েছে উৎসুক মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের এতিমখানা মোড়ে থালায় সাজিয়ে এই উজ্জল ইলিশ বিক্রি করতে বসেন ব্যবসায়ী হাচান আলী। আর কিছু সময়ের মধ্যেই মাছের থালা ঘিরে ভিড় জমান ইলিশ প্রেমীরা। তবে এর আগে এদিন দুপুরে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ মোহনায় দুটি বড় ইলিশ ধরা পড়ে জেলে সাঈদুলের জালে। পরে মাছ দুটি ১৮শ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি।
যার মধ্যে একটি ইলিশের ওজন ২ কেজি অপর মাছটি ১ কেজি ৮শ গ্রাম বলে জানান সাঈদুল ইসলাম। জেলে সাঈদুল জানান, দীর্ঘদিন যাবৎ তিনি জেলে পেশায় নিয়োজিত রয়েছেন। তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় এদিন জাল তুলতেই মাছ দুটি উঠে আসে নৌকায়। সাথে কিছু ভিন্ন প্রজাতির মাছও ছিল। কিন্তু উজ্জল রুপালী মাছ দুটি দেখে প্রাণ ভরে যায় তার। এবছর তার জালে ধরা পড়া সব চেয়ে বড় ইলিশ ছিল বলেও জানান তিনি। ব্যবসায়ী হাচান জানান, মাছ দুটি বিক্রির জন্য দাম হাকাচ্ছেন ২ হাজার থেকে ২২শ টাকা। তবে স্বল্প সময়ে বিক্রি না হলেও উৎসুক মানুষের ভিড় দেখতে বেশ ভালোই লাগছে তার। কলাপাড়া উপজেলা সনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এবছর দুই মাস পরে বৃষ্টি হয়েছে। তাই জলবায়ূ পরিবর্তনের ফলে এখন বড় সাইজের মাছগুলো পাওয়া যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন