পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির শান্তি-সম্প্রীতির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির শান্তি ও সম্প্রীতির বিশাল মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি অফিস প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
দীর্ঘ ৫ মিনিটের এ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তাঁতী দল সহ অংগসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন