পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিতে ভিজে দখলকৃত সরকারি খালের বাঁধ কাটলেন ইউএনও
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/IMG-20230626-WA0000-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিতে ভিজে দখলকৃত সরকারি খালের বাঁধ অপসারণ করেছেন ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন ।
সোমবার (২৬ জুন) সকালে উপজেলার নীলগঞ্জ ইউপির এলেমপুর গ্রামে চারটি বাঁধ কেটে জনসাধারণের জন্য দেড় কিলোমিটার খাল উন্মুক্ত করে দেন তিনি। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় ধুলাহার খালে প্রায় দেড় কিলোমিটার যায়গায় অন্তত চারটি বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলো প্রভাবশালী ব্যক্তিরা। এতে বর্ষা মৌসুমে কৃষি জমির পানি নিষ্কাশনে বেশ ভোগান্তিতে ছিলেন চাষিরা। কৃষকদের অভিযোগের ভিত্তিতে এই বাঁধ অপসারণ করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি খাল দখল করে পুকুর বানিয়ে মাছ চাষ করছিলেন দখলদাররা। এতে করে কৃষকরা চরম ভোগান্তি পোহাচ্ছিলেন।
আজ বৃষ্টির মধ্যেই অবৈধভাবে নির্মিত বাঁধগুলো দ্রুত অপসারণ করা হয়েছে । যাতে জলবদ্ধতার সৃষ্টি না হয়। তবে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন