পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের মাঝে গাভী বাছুর বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গাভী বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ মে) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এসব বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালণায় ও নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শফিকুল আলম বাবুল,মহিলা ভাইচ চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা প্রমুখ।
এসময় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ২৬ জন জেলের হাতে প্রধান মন্ত্রীর উপহার গরুর গাভী বাছুর তুলে দেয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন