পটুয়াখালীর গলাচিপা (ডাকুয়া) আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়ে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
শনিবার (০৫ আগষ্ট) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হলো
ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।
সকাল ১০টায় শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাহারা বেগমের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। আলোচনা করেন রোকেয়া বেগম ও উম্মে শায়মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক এবিএম এবাদুল্লাহ।
আলোচনা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন