পটুয়াখালীর কলাপাড়ায় গরুসহ দুই চোর আটক
পটুয়াখালীর কলাপাড়ায় ১টি গাভীন গরুসহ দুই পেশাদার চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
রোববার ভোর ৫টার দিকে উপজেলার ধানখালী ইউপির প্যাদারহাট খেয়াঘাট থেকে ট্রলারযোগে গরু নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
পরে তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
ধৃত রফেজ হাওলাদারের (৫৫) বাড়ি আমতলী উপজেলার হলুদিয়া ইউপির চিলা গ্রামে।
এছাড়া রুবেলের বাড়ি বরগুনা জেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ড সোনাখালীতে।
তবে এই চোরাই গ্রুপের অপর সদস্য সোয়েব পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে নিয়ে এসে স্থানীয় সোয়েবের মাধ্যমে বিক্রি করতো। ভোরে একই ভাবে গরু নিয়ে যাওয়ার সময় জনতার হাতে গরুসহ ধরা পরে।
এই চক্রের সদস্য রফেজ জানান, জনতার হাতে আটক গরুটি নীলগঞ্জ থেকে চুরি করে ধানখালীতে সোয়েবের কাছে নিয়ে যান। এর আগেও আরো পাচটি চোরাই গরু সোয়েবের মাধ্যমে বিক্রি করেছেন। এছাড়াও কলাপাড়ায় কয়েকজন মাংস বিক্রেতা (কশাই) এর সাথে জড়িত রয়েছে। মূলত সোয়েবই এই চক্রের হোতা হিসেবে কলাপাড়ায় নেতৃত্ব দিয়ে আসছিলেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, দুই গরু চোরকে গরুসহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন