পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার নির্বাচনী সভায় মানুষের ঢল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/01/ইউপি-নির্বাচন-UP-Election.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকেলে চাপলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নৌকা মার্কার প্রার্থী মোদাচ্ছের হাওলাদারের পক্ষে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মনিরুজ্জামান খলিফার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সিকদার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল আকন, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার সিকদার, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, ধুলাসার ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মোদাচ্ছের হাওলাদার, মহিপুর থানা যুবলীগের আহবায়ক বুলেট আকন, মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন তালুকদার প্রমুখ।
এসময় উঠান বৈঠকে নৌকা মার্কার সমর্থনে হাজারো মানুষের ঢল নামে।
উল্লেখ্য, আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন