পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাওয়ায় বিধবাকে নির্যাতন!
পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা ফেরৎ চাওয়ায় এক বিধবা নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তিন বখাটে যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীকে বাচঁাতে তার গর্ভবতী মেয়ে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ভাংচুর করা হয় ঘরের আসবাবপত্র।
এমনকি নির্যাতনকারীদের ভয়ে বাড়ি থেকে বেড়িয়ে চিকিৎসা পর্যন্ত নিতে যাননি ভুক্তভোগীরা।
শুক্রবার রাত ১১টায় উপজেলার বালীয়াতলী ইউপির আইয়ূমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার জুলেখা বেগম (৪০) জানান, প্রায় ১৮ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার স্বামী রুহল সরদারের মৃত্যু হয়। এর পর থেকে তিন মেয়েকে নিয়ে নদ নদীতে মাছ ধরে জীবীকা নির্বাহ করে আসছি। গত বছর বৈশাখ মাসে আমার ঘর নিমার্ণের লক্ষে কাঠ কিনতে স্থানীয় মৃত আবদুল খানের ছেলে হাসানের কাছে ৪৫ হাজার টাকা দেই। টাকা নেয়ার পর থেকে বিভিন্ন সময়ে কাঠ দেয়ার কথা বলে তালবাহানা করতে থাকে। শুক্রবার রাতে ফের টাকা ফেরৎ চাইলে আমার ঘরে ঢুকে হাসান, শাহীন এবং ইদ্রিস আমাকে মারধর শুরু করে। এসময় আমার গর্ভবতী মেয়ে মনি তাদের বাঁধা দিলে তাকেও এলোপাথারী কিলঘুষি মারে। এছাড়া মোটা লাঠি দিয়ে পিটিয়ে ঘরের মালামাল ভাংচুর করে।
প্রতিবেশি সাফিয়া বেগম জানান, চিৎকার শুনে আমরা স্থানীয়রা ছুটে আসি। এসে দেখি হাসানসহ আরো দুজন ঘর থেকে হুমকি দিয়ে বেড়িয়ে যাচ্ছে। এসময় জুলেখা ঘরের মধ্যে পড়ে ছিলো।
স্থানীয় জানে আলম বলেন, বখাটে এই যুবকরা মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে।
এবিষয়ে হাসানের ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন