পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে সাংবাদিকের রক্তাক্ত লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক যুবকের ভাসমান রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির রজপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জাফর ওই গ্রামের মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি দলিল লেখকের পাশাপশি মানবাধিকার কর্মী ও সাংবাদিক পেশায় সম্পৃক্ত ছিলেন।
তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ জানায়, জাফর গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যায়। রাত গভীর হলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুজতে শুরু করে। পরে তার নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় সন্ধ্যান মেলে। খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকান্ড ঘটেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান। মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন