পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতন
পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে অমানুসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
সোমবার সকালে প্রায় দুই ঘন্টাব্যাপী লালুয়া ইউপির হাসনাপাড়া গ্রামের নির্মাণাধীন (আবাসন) ১৪ নং প্যাকেজের একটি কক্ষে নির্যাতন চালানো হয়েছে বলে জানায় দুই কিশোর।
বর্তমানে আহত দুই কিশোর ইমন হাওলাদার (১৬) ও রাজিব মাঝি (১৭) সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ইমনের ফুফু মাকসুদা বেগম বাদী হয়ে আশ্রাফ ও শামিম নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
যন্ত্রনাসিক্ত কিশোর রাজীব ও ইমন জানায়, প্রতিদিনের মতো এদিন সকালেও ১২ নম্বর প্যাকেজে (আবাসন) শ্রমিকের কাজ করতে যাচ্ছিলো তারা। এসময় স্থানীয় আশরাফ বেপারী ও শামীম হাওলাদার তাদের মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রথমে মাথায় চর থাপ্পর দেয়া শুরু করে। পরে এক পর্যায়ে ১৪ নম্বর প্যাকেজে নিয়ে একটি কক্ষে আটকে তাদের হাত পা বেঁধে লাঠি দিয়ে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা যাবৎ নির্যাতন চালায়। এবিষয়ে অভিযুক্ত আশ্রাফের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই কিশোর সম্মন্ধে লালুয়াবাসী সবাই জানে। ওদের কোন নির্যাতন করিনি। তবে ওদের পিতামাতাকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে বিচার করেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন