পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী ট্যাব পেল ১৭৪ জন শিক্ষার্থী
পটুয়াখালীর কলাপাড়ায় ২৯টি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে পরিসংখ্যান বিভাগের আয়োজনে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব, জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুজ্জামানের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান,উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,কলাপাড়া থানার ওসি মো. জসীম উদ্দিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দৃষ্টান্ত রেখেছেন তা পৃথীবীর ইতিহাসে নজিরবিহীন। মানবতার কান্ডারী এই নেত্রী ধনী গরীব সকলকে বিনামূল্যে বই এবং শিক্ষাবৃত্তি দিয়ে শিক্ষালাভের সুযোগ করে দিয়েছেন।
পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, জনশুমারী ও গৃহগননা প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন