পটুয়াখালীর মহিপুরে চুরির অপরাধে ১২ রোহিঙ্গা গ্রেফতার
পটুয়াখালীর মহিপুরে ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরির অপরাধে গতকাল রাতে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি মাছ ধরা ট্রলার জব্দ করে মহিপুর থানা পুলিশ সদস্যরা। আটককৃত রোহিঙ্গােেদের বাড়ি কক্সবাজার কুতুপালংয়ের বিভিন্ন ব্লকে। এঘটনায় আজ বেলা এগারোটায় আলীপুরের মৎস্য ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও জেলেদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে সাগর থেকে জাল চুরি করে আসছে এসব রোহিঙ্গারা। গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর লাইন পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে পালানোর সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জেলেরা। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, প্রথমে জাল চুরির অপরাধে তাদের আটক করা হয়। পরে থানায় মৌখিক জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় তারা রোহিঙ্গা জনগোষ্ঠী। আজ দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন