পটুয়াখালীর মহিপুরে বাগদা চিংড়ি রেনুসহ ২ ট্রলার আটক
পটুয়াখালীর মহিপুরে ২ কোটি বাগদা চিংড়ি রেনুসহ ২ টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড সদস্যরা।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে শতাধিক মাটির হাড়ি ও প্লাষ্টিক ড্রামভর্তি এসব রেনু রাবনাবাদ নদী মোহনা থেকে জব্দ করা হয়। তবে এসময় রেনু নিধনে জড়িত কোন জেলেকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।
পরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বেলা এগরোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।
তবে অসাধু জেলেদের খুজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
(পরের সংবাদ) সুনামগঞ্জের জামালগঞ্জে অবৈধ চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ