পটুয়াখালীর মহিপুরে বিয়ের ৭ মাসে গৃহবধুর আত্মহত্যা
পটুয়াখালীর মহিপুরে গলায় ফাঁস দিয়ে লাকী বেগম (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার আলীপুরে এ ঘটনা ঘটে।
মৃত লাকী বেগম ওই এলাকার আবদুল হক মুন্সির মেয়ে।
মৃতের পরিবার এবং পুলিশ সুত্র জানায়, ‘মঙ্গলবার রাত ৯ টার দিকে আলীপুর বাজারে নিজ পিত্রালয়ে ঘরের দোতালায় গিয়ে টিনের চালের রুয়ার সাথে ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।’
সুত্র আরো জানায়, ‘মাত্র সাত মাস আগে উপজেলার নীলগঞ্জ ইউপির আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর পুত্র ফোরকান কাজির সাথে বিয়ে হয় লাকীর। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে কলহ চলছিলো। ঘটনার ১০/১২ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায় লাকী। এরপর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। ঘটনার সময় লাকীকে রাতের খাবার খেতে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন