পটুয়াখালীর মহিপুরে ১২মন জাটকা ইলিশ জব্দ
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ১২ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ সদস্যরা।
রোবাবার দুপুর ১২টায় আলীপুর থ্রী পয়েন্টে শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকায় একটি থ্রী হুইলার(টমটম) থেকে মালিক বিহীন মাছগুলো জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য বিভাগের নির্দেশে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
এসময় কলাপাড়া উপজেলা মৎস্য ক্ষেত্র অফিসার মো.মহসীন,কুয়াকাটা নৌ-পুলিশ পরিদর্শক মো. আক্তার মোর্শেদ, এএসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফারির পরিদর্শক (ওসি) মো. আক্তার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমটমযোগে জাটকা ইলিশ পরিবহনে তোলার সময় আমরা ঘটনাস্থলে পৌঁছে জব্দ করি। তবে মাছগুলো মালিক বিহীন থাকায় কাউকে আটক করা যায়নি।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন