পড়াশোনায় মন নেই, কেরিয়ার নিয়ে চিন্তা ? তাহলে মেনে চলুন এই টিপসগুলি
কোন জিনিস কোথায় বা কোন দিকে থাকলে তা মানুষের হিতে লাগবে— মূলত সেই নির্দেশিকাই দেয় বাস্তুশাস্ত্র। দাম্পত্য জীবন সুখি রাখা, সংসারে আর্থিক স্বচ্ছল্যতা বজায় রাখা, বাড়ি তৈরির সময়ে কোন ঘর কোন দিকে হওয়া উচিত— এমন নানাবিধ খুঁটিনাটির দিশা দেখায় বাস্তু।
সন্তানের শরীর সুস্থ রাখা থেকে তার পড়াশোনা— সব কিছুরই উন্নতি সম্ভব বাস্তুশাস্ত্র মতে। পড়াশোনায় মন নেই, কেরিয়ার নিয়ে চিন্তা ? রইল এমনই কিছু টিপস যা আপনার সন্তানের লেখাপড়ায় সুফল দিতে পারে—
১। বাচ্চারা যে ঘরে বসে পড়াশোনা করে, সেখানে পজেটিভ এনার্জি থাকাটা খুবই জরুরি।
২। পড়তে বসার সময় দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসলে ভাল ফল পাওয়া যায় বলে জানিয়েছে বাস্তু।
৩। পড়ার ঘরের উত্তর-পূর্ব দিকে খোলা জানালা থাকলে খুবই ভাল হয়।
৪। পড়ার টেবিলের সামনের দেওয়াল পরিষ্কার থাকাই শ্রেয়। কোনও ছবি বা শো-পিস থাকলে তাতে মনঃসংযোগ নষ্ট হতে পারে।
৫। পড়ার জায়গায় দেবী সরস্বতীর মূর্তি বা একটি ছোট পিরামিড রাখতে পারেন। কিন্তু, মনে রাখতে হবে যে সেই পিরামিডটি যেন প্লাস্টিক, তামা বা ক্রিস্টালের হয়।
৬। বিছানায় বসে পড়াশোনা করা একেবারেই না, বলছে বাস্তুশাস্ত্র।-এবেলা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন