পদত্যাগপত্র জমা দিলেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি
ইয়াজিম পলাশ, রাবি প্রতিনিধি: শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান। রোববার দুপুর ২ টার দিকে রাবি উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
এদিন বেলা সাড়ে ১১টার নাসিমা জামানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষকরা। ১১ জন শিক্ষক সভাপতির অধীনে পরীক্ষা নিতে অপারগতা জানালে সাড়ে ১২টার দিকে বিভাগের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে সেমিনার কক্ষের সামনে অনশন করেন।
বিভাগ সূত্রে জানা যায়, এক শিক্ষিকার বিরুদ্ধে বিভাগের শিক্ষকদের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অচলাবস্থার সৃষ্টি হয়। রুখসানা পারভীন নামের ওই শিক্ষিকার বিরুদ্ধে ১১ শিক্ষক বিভাগের সভাপতি নাসিমা জামানের কাছে অভিযোগ করে। রুখসানা পারভীন ওই ১১ শিক্ষকের বিরুদ্ধে যৌন হায়রানি ও অর্থ আত্মসাতসহ বেশ কয়েকটি অভিযোগ এনে উপাচার্যের কাছে পাল্টা অভিযোগ করেন। এরপর ওই ১১ শিক্ষক উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করে রুখসানাকে মদদ দানের অভিযোগ করেন নাসিমা জামানের বিরুদ্ধে। শিক্ষকদের বিরোধের জের ধরে বিভাগের অন্য শিক্ষকরা সভাপতি নাসিমা জামানের অধীনে পরীক্ষা নিতে অপারগতা জানালে বিভাগের পাঁচ বর্ষের শিক্ষার্থীদের চ‚ড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ আটকে যায়। ফলে দীর্ঘ সেশনজটের আশঙ্কায় পড়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৪৭৫তম সিন্ডিকেট সভায় উপাচার্য নাসিমা জামানকে পদত্যাগের জন্য অনুরোধ করবেন বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এরপরও তিনি পদত্যাগ না করায় রবিবার আন্দোলন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, রবিবার দুপুরে অধ্যাপক নাসিমা জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য মহোদয়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা আশা করছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।
পদত্যাগের বিষয়ে বিষয়ে জানতে অধ্যাপক নাসিমা জামানের মুঠোফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করে হলেও তিনি রিসিভ করেননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন