পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা
পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আসার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরিটি ধাক্কা দেয় বলে জানা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের ম্যানেজার শাফায়েত আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাইভেট কারের যাত্রীরা সামান্য আহত হয়েছেন।ফেরিতে যত গাড়ি ছিল সেগুলো শিমুলিয়া ঘাটে নামানো হয়েছে।পিলারে ধাক্কা লেগে ফেরিটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয় মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রোরো ফেরি শাহ জালাল।এতে অন্তত ২০ যাত্রী আহত হন।
সে ঘটনায় ফেরিটির মাস্টারকে বরখাস্ত করা হয়।পিলারে ধাক্কার ঘটনায় ঘটিত তদন্ত কমিটি দুই চালককে (মাস্টার ও সুকানি) দায়ী করে প্রতিবেদন জমা দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন