পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করলেন এমপি রবি
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা সদরের ০১নং বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী,কাওণডাঙ্গা ও গড়িয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন।
রবিবার (১০ জুলাই) সকালে ঈদগাহ ময়দানে
পৌছান এবং সেখানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
ঈদের নামাজ আদায়ের পর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ঈদের
নামাজে উপস্থিত দলীয় নেতা কর্মী ও মুসুল্লীদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বর্তমানে করোনার চতুর্থ ঢেউ প্রতিরোধে
সকলকে সরকারি নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। ঈদের নামাজ শেষে দেশের শান্তি ও অগ্রগতি, জনগণের
কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ১৫ এবং
২১শে আগস্টে শহীদ ও তাদের পরিবারের অন্যান্য সদস্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের
বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এসময় বাঁশদহা ইউনিয়নের দলীয় তৃণমুল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সকলের প্রাণপ্রিয় নেতা এমপি রবিকে পেয়ে বেজায় খুশিতে তাদের মনে আনন্দের বন্যা
বইতে থাকে। এসময় সাধারণ জনগণ এমপি রবিকে পেয়ে বলতে থাকে এমপি তো এমনই হওয়া উচিত। যিনি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে
থাকেন। এমনই জনদরদী গণমানুষের নেতাকে বারবার সদর আসনের এমপি হিসেবে পেতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ জনগণ।’ এসময় বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানসহ দলীয়
ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হাওয়ালখালী,কাওণডাঙ্গা ও গড়িয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহার নামাজে ইমামতি করেন
হাফেজ হযরত আলী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন