পরিত্যক্ত হওয়ার আশংকা ঢাকা টেস্ট
নিরাপত্তা ইস্যু, ক্রিকেট বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের ঝামেলা- একের পর এক বাধা পেরিয়ে যখন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আলোর মুখ দেখতে যাচ্ছে, তখন বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
টেস্টের আগে দু’দিনের প্রম্তুতি ম্যাচ আগেই পণ্ড হয়ে গেছে। বুধবার সকালে অস্ট্রেলিয়া দলের অনুশীলন করার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি তাতেও বাগড়া দিল।
১০টার অনুশীলন করার কথা থাকলেও অস্ট্রেলিয়া দল মাঠে এসে পৌঁছে বেলা পৌনে একটার দিকে। দুপুর ১টায় শুরু করতে হয়েছে তাদের অনুশীলন।
কিন্তু দুপুর আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে সেটিও শেষ হয়নি ঠিকমতো।
রোদ-বৃষ্টির এই লুকোচুরির মধ্যেই অস্ট্রেলিয়া, বাংলাদেশ দুই দল সারছে প্রস্তুতি। ২৭ আগস্ট থেকে শুরু ঢাকা টেস্টও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কিনা তা নিয়ে দু’দলইশংকায়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে যা বলা হয়েছে, তাতে বড় অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।
পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন বৃষ্টির পরিমান কম থাকলেও ২৬ আগস্ট রাত থেকে শুরু হবে প্রবল বৃষ্টি। ২৭ আগস্ট বিকালে কমে এলেও সন্ধ্যা বা রাতের দিকে বাড়তে পারে বৃষ্টির মাত্রা।
টানা বর্ষণ অব্যহত থাকতে পারে পরবর্তী দু-তিন দিন এমনকি তারও বেশি। আপাতত ঢাকায় অনুষ্ঠেয় প্রথম টেস্টের পুরো সময় জুড়ে বৃষ্টির প্রকোপ থাকতে পারে বলেই মনে হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন