পরিবহন খাতে ১০ নম্বর বিপদ সংকেত চলছে : শাজাহান খান
বাংলাদেশের পরিবহন খাতে বহুদিন ধরে ভয়াবহতা বিদ্যমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
সড়ক দুর্ঘটনার কারণে মালিক ও শ্রমিকদের জরিমানা ও যাবজ্জীবনের সাজা দেওয়ার ঘটনাকে পরিবহন খাতের জন্য ১০ নম্বর বিপদ সংকেত হিসেবেও দেখছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে পরিবহন খাতের নানা সমস্যা নিয়ে মালিক-শ্রমিকদের এক যৌথ সভায় এ মন্তব্য করেন শাজাহান খান।
সাবেক নৌমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পরিবহন খাতে এখন ১০ নম্বর সতর্ক সংকেত চলেছ। ঘূর্ণিঝড় ফণী যেভাবে ভয়াবহতা নিয়ে হাজির হতে যাচ্ছে, পরিবহন খাতে এমন ভয়াবহতা ও বিভিন্ন সমস্যা অনেক দিন ধরেই বিদ্যমান।’
সড়ক দুর্ঘটনায় জরিমানা এবং সাজার বিষয় উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘বিভিন্ন দুর্ঘটনার কারণে মালিক ও শ্রমিকদের কোটি কোটি টাকা জরিমানা ও যাবজ্জীবনের সাজা দেওয়া হচ্ছে। এমন চলতে থাকলে এ খাতের সংশ্লিষ্টদের ভিটামাটি বিক্রি করতে হবে। এ খাত বাতিল করতে হবে।’
আর এর জন্য পরিবহন খাতের মালিক শ্রমিকদেরও কিছুটা দুষছেন শাজাহান খান। বলেন, ‘১০ নম্বর সতর্কসংকেত মোকাবিলায় মালিক ও শ্রমিকদেরও নিজেদের কিছু দুর্বলতা রয়েছে। ভুয়া লাইসেন্স ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। নিজেদের সংশোধন হতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন