পর্যটক নগরী সাজেকে ইউপিডিএফের উদ্যোগে জুমচাষীকে ধান কাটায় সহযোগিতা
পার্বত্য পর্যটক নগরী সাজেকে ইউপিডিএফের উদ্যোগে জুমচাষীকে জুমের ধান কাটায় সহযোগিতা করা হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফের উদ্যোগে এক অসহায় জুমচাষীকে জুমের পাকা ধান কাটায় সহযোগিতা প্রদান করা হয়েছে।
গত শনিবার (৮ অক্টোবর) সকালে রিপন চাকমার নেতৃত্বে ইউপিডিএফে’র গঙ্গারাম ইউনিটের একদল কর্মী ও স্থানীয় লোকজন মিলে ওই জুমচাষীর জুমের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
ইউপিডিএফ সদস্য রিপন চাকমা ধানা কাটা সহযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমাদের অবশ্যই পরস্পপরের মধ্যে সহযোগিতার মানিসিকতা লালন পালন করতে হবে। পার্টি ও জনগণ গনতন্ত্র অধিকারের সম্মিলিতভাবে কাজ করলে আমরা সমাজ ও জাতিকে নিশ্চয় আরো এগিয়ে নিতে পারবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন