পর্যটক হিসেবে ভারতে সবচেয়ে বেশি যায় বাংলাদেশিরা
ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটক হিসেবে সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করেন বাংলাদেশিরা। তালিকায় দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।
এরপর আছে যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, কানাডা, জার্মানি, অষ্ট্রেলিয়া, ফ্রান্স এবং রাশিয়ান ফেডারেশন।
ভারতে পর্যটকের সংখ্যা বাড়ছে। ২০১৭ সালের অক্টোবর মাসে ভারতে ভ্রমণরত পর্যটকের সংখ্যা আট লাখেরও বেশি। গত বছরের তুলনায় যা তুলনায় ১৮.১ শতাংশ বেশি।
গত অক্টোবরে যত সংখ্যক বিদেশি পর্যটক ভারতে এসেছেন তাদের বেশিরভাগটাই এসেছেন দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন