পাইথনের সঙ্গে টিভি দেখায় মগ্ন শিশু, অতঃপর…! (ভিডিও)
১২ ফুট লম্বা পাইথনকে জড়িয়ে সোফায় বসে নিজের মনে টিভি দেখছে এক শিশুকন্যা। টিভি দেখতে দেখতে ক্লান্ত পাইথন যখন হাই তুলছে, তখন হেসে উঠছে ছোট্ট শিশু।
ফেসবুক এবং ইউটিউবে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। আর তাতেই অবাক নেটিজেনরা।
সাপের মতো একটা প্রাণী, যাকে হয় ভয়ের নয়ত ঘৃণার চোখে দেখতে অভ্যস্ত সবাই, সেই সরীসৃপের কোলে বসেই টিভি দেখছে এক শিশু। অবাক করার মতো দৃশ্য তো বটেই। পোষ্য পাইথন শেরের সঙ্গে নিজের মেয়ের সেই ভিডিওটি তুলেছেন এড টাওকা। এর মধ্যেই সেই ভিডিওটিতে প্রচুর লাইক এবং কমেন্ট পড়েছে।
আগেও মেয়ের সঙ্গে ১২ ফুট লম্বা দুটি পোষ্য রেটিকিউলেটেড পাইথন শের এবং সোনির খেলার ছবি তিনি ফেসবুক এবং ইউটিউবে দিয়েছিলেন। ফুটেজের সঙ্গেই সবাইকে এডের আবেদন, সাপ মোটেও রক্তপিপাসী দৈত্য নয়। সংবাদমাধ্যমেই তাকে এভাবে দেখিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছে।
এই ভিডিও প্রমাণ করছে, যদি ভালোভাবে পোষ মানানো হয়, তাহলে এই সরীসৃপ খুব ভালো বন্ধু হতে পারে। তিনি বলেছেন, তার দুই পোষ্যই খুব শান্ত, ধীরস্থির এবং দুজনেরই জন্ম খাঁচায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন