পাকিস্তানকে রুখে সেমিফাইনালে বাংলাদেশ
যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় শক্তিশালী পাকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। আজ বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেমিফাইনালে উঠে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।
টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ এবং কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে ছিল বাংলাদেশের। এই ম্যাচে ড্র করলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠে যেতো তারা। সেই লক্ষ্যই পূরণ করে ফেললেন সবুজ-মহসিনরা।
১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাংলাদেশ বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল। বাংলাদেশ ও পাকিস্তান খেলেছিলো নানজিন যুব অলিম্পিকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন