পাকিস্তানে অভিনেত্রীকে গুলি করে হত্যা
পাকিস্তানের মারদানে বাড়িতে ঢুকে স্থানীয় এক অভিনেত্রীকে গুলি করে হত্যা করেছে তিন বন্দুকধারী। স্থানীয় পুলিশ বলছে, মারদানের শেইখ মালতুন শহরে ওই অভিনেত্রীর বাড়িতে প্রবেশের পর বন্দুকধারীরা গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।
পাকিস্তানের দৈনিক ডন বলছে, বাড়িতে জোরপূর্বক প্রবেশের পর বন্দুকধারীরা তাদের সঙ্গে মঞ্চ অভিনেত্রী সাম্বুলকে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান ওই অভিনেত্রী।
দেশটির অপর দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মারদানের ওই অভিনেত্রীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাইম খাট্টাক, জেহাঙ্গীর খান ও নাসিব খান নামের তিন দুর্বৃত্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তুলে নেয়ার চেষ্টায় বাধা দেয়ায় তিনি খুন হয়েছেন।
হত্যাকাণ্ডের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পুলিশ অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশের এক সাবেক কনস্টেবলকেও খুঁজছে পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন