পাকিস্তানে সেনাবাহিনীর ট্রাকে আত্মঘাতি হামলায় নিহত ১৫
পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সেনাবাহিনীর একটি ট্রাকে আত্মঘাতি বোমা হামলায় সেনা সদস্যসহ কমপক্ষে ১৫ জন নিহত ও ৩২জন আহত হয়েছে। আহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বাগতি।
শনিবার রাতে এই আত্মঘাতি হামলার ঘটনা ঘটে। শরফরাজ বাগতি জানান, সন্দেহভাজন আত্মঘাতি হামলাকারীরা সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে বেসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। রোগীদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র আনোয়ারুল হক কাকার এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকের আত্মঘাতি হামলায় ৮ জন সেনা সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন। ওই সময় ট্রাকে থাকা সেনা সদস্যরা ডিউটিতে ছিলেন।
খবর : দ্য ডন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন