পাকিস্তানের মন্দিরে রহস্যে ঘেরা কূপ!

নাম গৌরী মন্দির। পাকিস্তানে অবস্থিত তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি৷ দেশটির থারপারকরে এর অবস্থান৷ মনে করা হয় এই গৌরী মন্দির আসলে জৈন মন্দির৷ কিন্তু এখানে বেশিরভাগ হিন্দু দেব দেবীর মূর্তিই রয়েছে৷ এই মন্দিরের স্থাপত্যশৈলী মাউন্ট আবুর মন্দিরের ধাঁচে৷ এর পাশের গ্রামকে বলা হয় গৌরী গ্রাম৷

স্থানীয়দের মতে, এই মন্দিরটি এক ধনী হিন্দু ব্যবসায়ী জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের জন্য নির্মাণ করিয়েছিলেন৷ আদ্যোপান্ত রহস্যে মোড়া এই মন্দির নিয়ে জনগণের কৌতূহলের শেষ নেই৷

তবে উল্লেখযোগ্য হল, এই মন্দিরের কাছে একটি কূপ রয়েছে, স্থানীয়রা মনে করেন এই কূপের অদ্ভুত ক্ষমতা রয়েছে৷ শোনা যায়, এক থারি নারীকে অপহরণ করেছিলেন রাজা উম৷ এই কূপে ঝাঁপ দিয়ে সেই নারী আত্মহত্যা করেছিল৷ স্থানীয়দের মতে এই কূপ কখনও শুকিয়ে যায় না৷ সবসময় এতে জল থাকে৷ এর জলও নাকি একেবারেই পরিষ্কার৷ দেখে মনে হয়, কোনও অদৃশ্য কেউ এর দায়িত্বে রয়েছে যে পরিষ্কার রেখেছে সব কিছু৷

রূপকথার মতো অনেকের ধারণা, মারবী নামের ওই নারী আজও এখানে থাকে, যদিও কেউ তাকে দেখেছেন বলে জানা যায়নি৷ মা গৌরীর আশীর্বাদে এই কূপে সর্বদা জলে পরিপূর্ণ থাকে বলেও অনেকের অন্ধ বিশ্বাস৷